পদ্মা সেতুর নির্মাণ কৌশল শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করার তাগিদ | Padma Bridge Book | Padma Bridge

 

বিশ্বে প্রথমবারের মতো কেবল পদ্মা সেতুতেই নজিরবিহীন গভীরতায় পাইলিং, বিস্তৃত এলাকা জুড়ে নদী শাসন আর অভিনব ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের ব্যবহার করা হয়েছে। তাই খরস্রোতা পদ্মাকে বাগে আনার প্রতিটি অভূতপূর্ব রেকর্ডই প্রকৌশল বিদ্যার পাঠ্যতালিকা ও গবেষণায় স্থান করে নেবে বলে মনে করেন প্রকৌশলবিদরা। এ গৌরবগাঁথা স্কুল-কলেজের শিক্ষাক্রমে সংযোজন করার তাগিদ শিক্ষা বিশেষজ্ঞের।