এ তথ্য দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্র || #Batery vehicle

 


সড়ক দুর্ঘটনায় প্রতিবছর যত যাত্রীর মৃত্যু হয় তার ২০ শতাংশই ব্যাটারিচালিত অটোরিকশার। এ তথ্য বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের। এসব অবৈধ যান বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও উল্টো বাড়ছে এর সংখ্যা। কাজে আসছে না বিআরটিএর অভিযানও। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।