নিরাপত্তা-বেষ্টনী ছাড়া কাজ করতে গিয়ে প্রাণহানি

 



নিরাপত্তা-বেষ্টনী ছাড়া কাজ করতে গিয়ে প্রাণহানি




ক্রেন থেকে গার্ডার কিন্তু দুর্ঘটনাক্রমে পড়ে যেতেই পারে, সে কারণেই আপনাকে পূর্ব সতর্কতা নিতে হয়। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে আমাকে সেই জায়গাতে আগেই কর্ডন বা নিরাপত্তা-বেষ্টনী তৈরি করতে হবে। ওই বেষ্টনীর মধ্যে যেন পথচারী বা কোনো যানবাহন ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করার দায়িত্বও কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের।… দুর্ঘটনার সময় সেখানে কোনো নিরাপত্তা-বেষ্টনী ছিল না।’


Visite and see