সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ বছরেও কার্যকর হয়নি প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনা || [Road safety instructions]


 

সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ বছরেও কার্যকর হয়নি প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনার কোনোটি। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতার অভাবে নির্দেশনা বাস্তবায়ন হয়নি। আর এ কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিআরটিএ বলছে, ৩ বছর ধরে রিটেন্ডার জটিলতার কারণে আটকে থাকা ১৫ লাখ চালকের লাইসেন্স দেয়া হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। চলছে চালকদের প্রশিক্ষণ কার্যক্রমও।