১৭ বছরেও বাস্তবায়ন না হওয়ায় এ প্রকল্পের ভবিষ্যত নিয়ে সন্দিহান || BRT Project
বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর জন্য যেন এক বিষফোঁড়া।। শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার পথ দুর্বিষহ হয়ে উঠেছে এই প্রকল্পের কারণে। এ অবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনার এতদিন পরও বাস্তবায়ন না হওয়ায় এর সুফল নিয়েও সন্দিহান তারা।