সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণেই থেমে আছে আইনের বাস্তবায়ন || Road safety VS syndicate

 



সড়কে দু*র্ঘটনা কমাতে ও শৃঙ্খলা ফেরাতে ১১১ দফা সুপারিশের বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। এজন্য সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন সড়ক আন্দোলনের নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণেই থেমে আছে আইনের বাস্তবায়ন।