যে কারণে রাস্তায় বিআরটিসির বাস পায় না সাধারণ মানুষ! | BRTC Bus Service



যে কারণে রাস্তায় বিআরটিসির বাস পায় না সাধারণ মানুষ! |
#bus
#brtc
#brtc #bus #brtcbus #economy #বিআরটিসি #বাস #গণপরিবহন #latestbanglanews #ekhonnews #এখনটিভি #tv #এখন 

ঋণ নিয়ে দামী বাস কেনা, নির্ধারিত আয়ুর আগেই লক্করঝক্করে পরিণত হওয়া, এরপর অকশন এবং আবার ঋণ করে বাস কেনা। এই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিআরটিসির যাত্রী পরিবহন সেবা। পরিচালন ব্যবস্থাপনায় সম্প্রতি কিছুটা আয় দেখালেও, প্রায় হাজার কোটি টাকার সরকারি ঋণের দায় আছে প্রতিষ্ঠানটির। 

এদিকে গত ৪ বছরে অন্তত ৪শ বাস অকোজো ঘোষণা হয়েছে সংস্থাটির বহর থেকে। সচল যে সব বাস চলছে তার বেশিরভাগই স্বল্প ও দীর্ঘমেয়াদী লিজ কিংবা ভাড়া দেয়া বিভিন্ন সরকারি আধা সরকারি দপ্তরগুলোর কাছে। দিন দিন যাত্রী সেবাটাই গৌণ হচ্ছে বিআরটিসিতে।

যে কারণে রাস্তায় বিআরটিসির বাস পায় না সাধারণ মানুষ!



Thanks for reading this post. If you have any recommendations Please tell it in comment section 🖤