রেলের জমি দখল করে অনেকেই হয়েছেন জমিদার | Rail Land

 রেলের জমি দখল করে অনেকেই হয়েছেন জমিদার | Rail Land



রেলের জমি বেদখল হয়েছে দেশজুড়ে। আর এ দখলদারিত্ব পরিণত হয়েছে রীতিমতো মহোৎসবে। কেউ কেউ রেলের জমি দখল করে হয়েছেন জমিদার। এরপর সেসব জমিতে রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রভাবশালী মহল গড়ে তুলেছে দোকানপাট,বস্তি, কাঁচাবাজার, বহুতল ভবন।নিয়মিত ভাড়া ও তুলছেন তারা।